প্রেমানল দিয়া হায় রে বন্ধু ছাড়িয়া গেলায় মোরে রে, হায় রে বন্ধু কি বলিমু তোরে।
মনে বড় সাধ করি রে হায় রে বন্ধুরে যদি পাই ;
চরণে ভকতি দিয়া হায় রে অন্তরে লাগাই।
আমি অভাগিনী ডাকি রে বন্ধু হইয়া কাতর,
আংখির কাছে থাকি হায় রে বন্ধু না দেও উত্তর,
একই ঘরে থাকিয়া হায় রে বন্ধু না দেও মোরে চিন।
তোমারে কি দোষ দিমু হায় রে আমার দুর্দিন।
বুকেতে মারিয়া গেলায় রে বন্ধু পিরিতের শেল।
এই সে জীবন হইতে হায় রে মরণ হইলে ভাল।
যে যারে কলঙ্কি করে রে বন্ধু ভবের বাজারে।
উচিত না হয় প্রাণের বন্ধু হায় রে ছাড়িয়া যাইতে তারে ।
জনম গোয়াইলাম হায় রে বন্ধু ঝুরিয়া ঝুরিয়া
আংখি বুঝি অন্ধ হইব হায় রে পন্থের দিকে চাইয়া।
নিশ্চয় জানিলাম রে বন্ধু কঠিন তোর অন্তর,
মুখেতে অমৃত তোমার হায়রে হৃদয়ে জহর।।
অধম নাকিস্তে কয় রে বন্ধু তোমার চরণ সার,
দেখা দিয়া প্রাণের নাথ হায়রে মোর করিও পার।