• কিরূপ দেখিলুম আজু গোপ শিরোমণি
    কিরূপ দেখিলুম আজু গোপ শিরোমণি। শত কোটি চাঁদ পড়ে সে মুখ নিছনি।। কমল নয়ান যেন ভুরু শরাসন। ধু। হেরিতে হরএ যুবতীর মন।। ললাটে ফাগুর ফোঁটা যেন দিবাকর। কত কত চান্দ দোলে চূড়ার উপর।। শ্রবণে কুণ্ডল শোভে চরণে নেপুর। অধরে মুরলী পূরে মাধুরী মধুর।। কহে নাসির মোহাম্মদে শুন রে যুবতী। শ্যাম রূপ দরশনে পূরিব আরতি।। keyboard_arrow_right
  • কেন রে যমুনা আইলুম জল ভরিবার
    কেন রে যমুনা আইলুম জল ভরিবার অপরূপ রূপ দেখি হইলুম ধন্ধকার। ধু ডংশিল অনঙ্গ নাগে হানি কামবাণ কিবা রূপ দেখাইয়া হরিলা পরাণ সে অবধি প্রাণ মোর নাহি রহে ধড়ে ঘর মু’আইতে নারি ‘উড়ম্‌ উড়ম্‌’ করে। পুনি যদি সেই রূপ দেখি আর বার। জীবন যৌবন দিমু নিছনি তাহার।। কহে নাসির মোহাম্মদ স্থির কর মন। ভাব প্রভু […] keyboard_arrow_right
  • দেখ সখি তরুমূলে ঐ না নাগর রে
    দেখ সখি তরুমূলে ঐ না নাগর রে। রসময় পূরে বাঁশি রঙ্গিমা অধরে।। ললাটেত ফোঁটা দোলে কুণ্ডল শ্রবণে। মানিনীর মন হরে কটাক্ষ চাহনে।। মালতীর মালা গলে বদন সুন্দর। পীত ধটি কাঁচুলি চরণে নেপুর।। কহে নাসির মোহাম্মদে শুন ধনি রাই । ভজ কামপুর অই নাগর কানাই।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ