কিরূপ দেখিলুম আজু গোপ শিরোমণি। শত কোটি চাঁদ পড়ে সে মুখ নিছনি।। কমল নয়ান যেন ভুরু শরাসন। ধু। হেরিতে হরএ যুবতীর মন।। ললাটে ফাগুর ফোঁটা যেন দিবাকর। কত কত চান্দ দোলে চূড়ার উপর।। শ্রবণে কুণ্ডল শোভে চরণে নেপুর। অধরে মুরলী পূরে মাধুরী মধুর।। কহে নাসির মোহাম্মদে শুন রে যুবতী। শ্যাম রূপ দরশনে পূরিব আরতি।।
keyboard_arrow_right