কেন রে যমুনা আইলুম জল ভরিবার অপরূপ রূপ দেখি হইলুম ধন্ধকার। ধু
ডংশিল অনঙ্গ নাগে হানি কামবাণ কিবা রূপ দেখাইয়া হরিলা পরাণ
সে অবধি প্রাণ মোর নাহি রহে ধড়ে ঘর মু’আইতে নারি ‘উড়ম্‌ উড়ম্‌’ করে।
পুনি যদি সেই রূপ দেখি আর বার। জীবন যৌবন দিমু নিছনি তাহার।।
কহে নাসির মোহাম্মদ স্থির কর মন। ভাব প্রভু গোপতে পাইবা দরশন।।