শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। যাজ্ঞিক নিকটে চাহি অন্ন আন যাই।। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোমারে অন্ন মাগে।। শুনিয়া শ্রীদাম গিয়া মুনি বরাবর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর।। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজসুত পরিচয় জানি।। অরুণনয়নে মুনি সক্রোধ বচন। যজ্ঞঅগ্রভাগ চাহে গোপের নন্দন।। দেবতারে অন্ন নাহি করি সমর্পণে। […]
keyboard_arrow_right