• না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে
    না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে । ধু মুই অভাগিনী নৌকাতে চড়িলুম কানাইয়া ধরিল খেবা। হেনহি সময়ে মোর বৈরী হয়ে চলিল মলয়া দেবা। একে আভাঙ্গা নাও কিবা বইটা বাও চৌদিকে উঠে পানি। এহা কি পরিহাস জাতি কুল নাশ ধনে প্রাণে হইলুম হানি। দধি দুগ্ধ মোর যতেক আছিল সব হইল ঘোল। যেই ঘাটে কানাই […] keyboard_arrow_right
  • মুনি-মন মোহনে মানিনী মনে
    মুনি-মন মোহনে মানিনী মনে মৃগেন্দ্র মাতঙ্গ মস্তকে মারল মন হোহে মারে মদনে। ধু মোহন মূরতি মণিময় মোতি মনোহর মুখ-মুকুরে মালতী মঞ্জুল মুকলিত মাল মকরন্দ মত্ত মধুকরে মলয়া মারুত মধুকর মণ্ডল মিলিত মৌলিত মাতে মৃগমদ মলয়জ মঞ্জন মর্দন সানন্দ মনমথ মাথে। মথুরার মাঝে মন্দয় মন্দয় মূরছএ মুররী মধুরি। মতি পীর মোহাম্মদ মজিত মূরছিত মানস মিলব মোহোরি। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ