সোনা বন্ধু, আও আও রে, মুই অভাগী জানিয়া; আরে বাড়াইয়া প্রেমের পিরিত ও তুমি না যাইও ছাড়িয়া। আর না জানি পিরিতের ভাও না জানি তার কল। হায় রে কেবলমাত্র মুরশিদের দোওয়া মুই বেয়াকল।। আর পিরিতি করিলাম আমি হইয়া ছাবাল। ওরে, অল্প বয়সের পিরিতখানি ও তুমি রাখিয়ো বহাল।। আর জানিবা গোকুলের লোকে পিরিতে আছি আমি। ওরে, […]
keyboard_arrow_right