সোনা বন্ধু, আও আও রে, মুই অভাগী জানিয়া;
আরে বাড়াইয়া প্রেমের পিরিত ও তুমি না যাইও ছাড়িয়া।
আর না জানি পিরিতের ভাও না জানি তার কল।
হায় রে কেবলমাত্র মুরশিদের দোওয়া মুই বেয়াকল।।
আর পিরিতি করিলাম আমি হইয়া ছাবাল।
ওরে, অল্প বয়সের পিরিতখানি ও তুমি রাখিয়ো বহাল।।
আর জানিবা গোকুলের লোকে পিরিতে আছি আমি।
ওরে, লোকেতে জানিলে দেখা নাহি দেও তুমি।।
আর গোপনের পিরিতখানি হইলে প্রচার।
ওরে, লোকের মাঝে কলঙ্কিনী হইব নাম আমার।।
আর শাশুড়ী-ননদী বৈরী ঘরেতে আমার
ওরে, সময়ে না পাইলাম আমি হইতে ঘরের বার।।
আর যাইমু যাইমু করি জীবন গেলা গইয়া।
ওরে, কতকাল রাখিমু যৌবন আমি লোকের বৈরী হইয়া।।
আর মনে লয়; যুগুনী হইতাম তুইন বন্ধের কারণ;
ওরে, কোথায় যাইমু, কোথায় পাইমু, সদায় হুতাশন।।
আর অধম ফরমুজে বলে মুরশিদের পদে ধরি
ওরে, মুই অধম বালকে ডাকি হইয়া ভিখারী।।