দেখা দিয়া জুড়াও পরাণ। ধু অবলা মন্দিরে বসি, প্রাণের নাথ বাজায় বাঁশী, অভাগিনী শুনি বাঁশীর গীত।। অই বন্ধের বাঁশীর সানে, ধৈরজ ন মানে প্রাণে, আকুল করিল নারীর চিত।। শুনিয়া মোহন বাঁশী, হইলুম তোমার দাসী, ভজিলুম তুই শ্যামের চরণে। না দেখি তোমার জ্যোতি, স্থির নহে মোর মতি, একবার দেখা কর নারীর সনে।। দয়ার ঠাকুর তুমি, তোমার […]
keyboard_arrow_right