• অকি নাগর কালাবিনে না রৈমু ঘরে
    অকি নাগর কালাবিনে না রৈমু ঘরে। চিকন সুতার কাপড় মাঝে ফাটিআগেল নৌআলি জৌবনের ভরে।। ধু সই রে বাথুআ গাছেতে বেল আবাল দেওরিআ লাগি ফান্দ পাতিয়া আছয় ভাই শ্বশুর রাগিয়া গেল।। সই রে নেপুরে না দিও পাএ। ঘরে আছে দুর্জন ননদী জাগিব নেপুর শবদ রাত্র।। সই রে মুই নারী কি কাম কৈলুং। জাচিআ জৌবন শ্যাম বন্ধুরে […] keyboard_arrow_right
  • কি আজু কুদিন ভেলিএ
    কি আজু কুদিন ভেলিএ। ছাড়িয়া গোকুল নন্দলাল মথুরা চলিয়া গেলিএ। ধু আজু মথুরা উঝল ভেলিএ গোকুল মলিন আজু রাত্রিএ । মর্তুজা গাজীএ কহএ সারএ নন্দসুত বাটোযার কানু নিশ্চএ। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ