সজনী সই, কানু সে প্রাণধন মোর। ধু যে বলে বলুক মোরে, যে করে করিব নিজ পতি। সকলি ছাড়িয়া মুই, কানুর শরণ লই ধিক মোর এই ঘরে বসতি।। তোমরা যথেক সখী ঘরে যাও কুল রাখি কানুর ভাবে হৈয়াছি বিভোর। শুনিতে বাঁশীর গান, দ্রবীভূত হএ পাষণ, রমণীর প্রাণ কথ দড় ।। চিত্ত উতরোল দেখি চৌদিকে পলকে আঁখি, […]
keyboard_arrow_right