বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া, পাইলেতারে জিজ্ঞাসিব পায়েতে ধরিয়া। শুন শুন ওহে নাথ শুন মন দিয়া, ছাড়িয়া আসিলে মোরে কি দোষ দেখিয়া।। শত দোষের দোষী আমি আছিত জানিয়া, ক্ষমা চাই তব পদে বিনয় করিয়া।। দয়াকর মোর প্রতি দুঃখিত জানিয়া, নহেত মরিব আমি ভ্রমিয়া ভ্রমিয়া।। রউফ বলে বল তার পায়েতে ধরিয়া, মরণ সময়কালে দেখে যে […]
keyboard_arrow_right