• বন্ধুর বিচ্ছেদে গো আমি ডুবতে গেলাম
    বন্ধুর বিচ্ছেদে গো আমি ডুবতে গেলাম যমুনার কিনার। এপাড় পাড় দেখি বন্ধু নাই আমার। শুন ওহে প্রাণ সখা জগতের সার, বিপদ কালেতে মোরেকর না উদ্ধার। মিনতি করিয়ে পদে বলি বারে বার, মরণ কালে না আসিবে এ কেমন বিচার। রউফ বলে, কান্দিয়ে কেন বল না আবার, পার করিবে তারে ও যে না জানে সাঁতার। keyboard_arrow_right
  • বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া
    বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া, পাইলেতারে জিজ্ঞাসিব পায়েতে ধরিয়া। শুন শুন ওহে নাথ শুন মন দিয়া, ছাড়িয়া আসিলে মোরে কি দোষ দেখিয়া।। শত দোষের দোষী আমি আছিত জানিয়া, ক্ষমা চাই তব পদে বিনয় করিয়া।। দয়াকর মোর প্রতি দুঃখিত জানিয়া, নহেত মরিব আমি ভ্রমিয়া ভ্রমিয়া।। রউফ বলে বল তার পায়েতে ধরিয়া, মরণ সময়কালে দেখে যে […] keyboard_arrow_right
  • যাব আমি যমুনায় সখি চল
    যাব আমি যমুনায় সখি চল, চাহিয়া দেখনা কেনে সূর্য অস্তে গেল। কাঁকেতে কলসী নিয়া যাব যে পথে নাচিয়া, ভরিব কলসী মোরা দেখে জল ভাল। আর একটি কথা তোমায় বলিব গোপনে, ঢুরিয়া দেখিব কোথায় মনচূরা কাল। রউফ বলে সখিগণ বৃথা কেন করভ্রমণ। ভেবেছ মনেতে যাহা হবেনা সফল। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ