বন্ধুর বিচ্ছেদে গো আমি ডুবতে গেলাম যমুনার কিনার। এপাড় পাড় দেখি বন্ধু নাই আমার।
শুন ওহে প্রাণ সখা জগতের সার, বিপদ কালেতে মোরেকর না উদ্ধার।
মিনতি করিয়ে পদে বলি বারে বার, মরণ কালে না আসিবে এ কেমন বিচার।
রউফ বলে, কান্দিয়ে কেন বল না আবার, পার করিবে তারে ও যে না জানে সাঁতার।