• জ্বলিয়াছে বিচ্ছেদের অনল হারা হইলাম বুদ্ধিবল
    জ্বলিয়াছে বিচ্ছেদের অনল, হারা হইলাম বুদ্ধিবল। বল বল বন্ধুয়ার কথা বল।। প্রাণের বন্ধু যারে বলি, সেত আমায় প্রাণে মাইল। এ গো তবু তারে না দেখিলে ঝুরে আংখি টলমল।। কি করিম কোন লাজে, যাব আমি যোগীর সাজে। এ গো যথা গেলে বন্ধু মিলে তথায় যাব চল চল।। কেহ যদি দেখে শুনে, বলিয়া থাকে ঘরের কোণে। এ […] keyboard_arrow_right
  • তোরে লইয়া নিগূঢ় বনে ললিত স্বরে গান করি
    তোরে লইয়া নিগূঢ় বনে ললিত স্বরে গান করি; দেশে আইল নবীন কিশোরী। ধু তোর বাড়ী যাইতে বন্ধু রে ও বন্ধু, রইদে করে ধাক্‌ধাকি; এ গো, তুমি আমার প্রাণের বন্ধু, তুমি আমার দয়ার বন্ধু, ছিরের উপর ধর ছাত্তি। মোর বাড়ী যাইতে বন্ধু রে, ও বন্ধু, খালায়-নালায় আইল পানি; আয় রে এওতের দিমু লিলুয়া ঘোড়া বরিষার দিমু […] keyboard_arrow_right
  • দিয়া প্রাণ কুলমান মন পাইলাম না সজনী
    দিয়া প্রাণ কুলমান মন পাইলাম না সজনী । আমি হইলাম গো সই কুলকলঙ্কিনী ।। ধু আংখি দিলাম রূপ দর্শনে কর্ণ দিলাম নাম শুনি। এ গো রূপ দিলাম তার অঙ্গের বদল প্রাণ দিলাম তার নিশানি।। আর তন্‌ ছুড় মন ছুড় ছুড় ঘর বাসনি। এ গো ফুটির কমল পুষ্প সুগন্ধিত মোহিনী।। আর শুনিয়াছি গুরুর মুখে এসব কাহিনী। […] keyboard_arrow_right
  • দূতী বল গো উপায় জ্বলনে অন্তর জ্বলে
    দূতী বল গো উপায়, জ্বলনে অন্তর জ্বলে প্রাণ বন্ধের প্রেম জ্বালায়। প্রাণ বন্ধের বিরহে প্রাণি আমার জ্বলি যায়। এ গো জ্বলনে সর্বাঙ্গ জ্বলে প্রাণ বন্ধে মাইল আমায়। আমারে ছাড়িয়া গেলায় কি দোষেতে কি কথায়। এ গো প্রেম ফাঁসি দিয়া গলে গেলায় তুমি মথুরায়। মথুরায় যাইবার কালে বলিলায় আমায়। এ গো তোমারে ছাড়িয়া আমি রহিমু কার […] keyboard_arrow_right
  • দেহার লীলা অসম্ভব দেখলে হবে হাল বেহাল
    দেহার লীলা অসম্ভব দেখলে হবে হাল বেহাল । দেখ মনা তোর হৃদয়ে গোলমাল। রূপ সিন্ধু যমুার মাঝে বেরঙ্গে প্রাণ বন্ধু সাজে গো, যোগী লোকে গোলবনিতে রঙ্গ নেহারিয়া হয় নিহাল। কলন্দরা কৈল যেই রূপ সায়রে ডুবল সেই গো, রঙ্গ হেরি তুষ্ট হয় জিন্দাকায়া সর্বকাল। রসিক ত্রিপুন্নীর ঘাটে বিরাজে চান্দের হাটে গো, নাম জপে সোনাপুরে নামে পংখী […] keyboard_arrow_right
  • না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে
    না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে। ত্রিপুনীয়ে বাজিল জয়ধ্বনি। উদাসিনী করিয়া মোরে বংশীয়ে নিল প্রাণী। প্রেমবায়ে বংশীয়ে ডাকে নাম ধরি। সন্ন্যাসী করিল মোরে মুকুন্দ মুররী । হাটে ঘাটে মাঠে ফিরি হৈয়া কলঙ্কিনী। যথায় তথায় যাইয়া শুনি বাঁশীর প্রেমধ্বনি। কদমতলে বাজাও বাঁশী শুনি কর্মনাশী। মনচুরা বংশীয়ে মোরে কৈল উদাসী। বৃন্দাবনে হয় শব্দ আঁখিয়ে না হেরি। পাঞ্জর […] keyboard_arrow_right
  • পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার
    পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের ভয় নাইরে তার। পিরীতের নয় নিশানি সদায় থাকে উদাসিনী গো, এ গো চেরা মলিন থাকে তার দিবানিশি বেকরার।। ক্ষুধা নিদ্রা নাই তার মনে জল ধারা দুই নয়নে গো, এ গো ছির ঘুরে প্রেম ধুন্ধে দিবানিশি ইন্তিজার।। হাসি খুসী নাই তার মনে সদায় থাকে ঘোর নয়নে গো, এ […] keyboard_arrow_right
  • প্রভু ডাকি হে তোমায়
    প্রভু ডাকি হে তোমায় ! প্রেমের আনলে মোর দেহা জ্বলি যায়। দেহা জ্বলি যায় রে মোর শোষিল পাঞ্জর, প্রতু বিনে কামানলে দগধে অন্তর। জাঙ্গালেসে আওরে বন্ধু জাঙ্গালেসে যাও, শ্রীকুলার হাটে গিয়া মুররী বাজাও। মুররী বাজাওরে বন্ধু পবন সহিত, অবলা রাধায় শুনি ব্যাকুল চিত। বাঁশীটি বাজাও প্রভু ঠাকুল দয়াল, বাঁশীতে আছয়ে বন্দী জগত সয়াল। জগত সয়াল […] keyboard_arrow_right
  • প্রভু প্রিয় প্রেম ধন কামানলে দহে অঙ্গ
    প্রভু প্রিয় প্রেম ধন, কামানলে দহে অঙ্গ না যায় সহন। অখিলের নাথ প্রভু জগত তারণ, তোর প্রেমে আনন্দিত সয়াল ভুবন। আমি দোষী কলঙ্কিনী তুই প্রভু নিরঞ্জন, কৃপায় কর মোর কলঙ্ক মোচন। বিরহেতে প্রাণদহে ব্যাকুল মন, প্রাণরক্ষা কর প্রভু দিয়া দরশন। লাহুত মঞ্জিলে প্রভু বিরাজ যখন, কিশোরীমোহন আসি মিলয়ে তখন। আনন্দে করয়ে প্রভু প্রেম আলাপন, প্রেমিকের […] keyboard_arrow_right
  • প্রভু বিনে অঙ্গ দহে শীতল হয় না পরাণী
    প্রভু বিনে অঙ্গ দহে শীতল হয় না পরাণী, সজনী প্রভু বিরহের শুন কাহিনী । বেভুল হইয়া ফিরি মনাকার, দিন যায় আপনার, নৌকায় ভরিয়া ধন পলাইল নীলমণি। বণিজের না জান ভাও, দেখিয়া ভর ধন, তুমি ডুবাইলায় কাঞ্চন, যমুনার তরঙ্গ দেখি ভয়ে কাঁপে পরাণী। নিজে বিনাশিয়া ধন, বরাবর অকারণ তুমি হারিলায় রতন, তরঙ্গ বিষম ঘাটে ঘাটে ধন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ