ও মন দেখ রে ! সতত মুরলী ফুকে কে।। ধু নন্দিয়া কিনারে, কদম্ব শিকড়ে, শুন মুরলীর স্বরে। হারাই যে জ্ঞান, ছটফট প্রাণ, রহিতে না পারি ঘরে।। শুনিতে মুরলী, ছাড়ি গৃহ বাড়ী, স্থির নহে নারীর চিত। হেন হি মাধুরী, সে বাঁশীতে ভরি, সদা গাহে কেন গীত।। মুইতো অভাগী, ঋতু সঙ্গী লাগি, নিকালিতে নাহি পারি। গৃহকর্ম ছাড়ি, […]
keyboard_arrow_right