ও মন দেখ রে ! সতত মুরলী ফুকে কে।। ধু
নন্দিয়া কিনারে, কদম্ব শিকড়ে, শুন মুরলীর স্বরে।
হারাই যে জ্ঞান, ছটফট প্রাণ, রহিতে না পারি ঘরে।।
শুনিতে মুরলী, ছাড়ি গৃহ বাড়ী, স্থির নহে নারীর চিত।
হেন হি মাধুরী, সে বাঁশীতে ভরি, সদা গাহে কেন গীত।।
মুইতো অভাগী, ঋতু সঙ্গী লাগি, নিকালিতে নাহি পারি।
গৃহকর্ম ছাড়ি, সঙ্গে আর চারি, তার ভয় করি নারী।।
দেয়ারিয়া ঘরে, ননদিনী ডরে, শাশুড়ী কালের কাল।
সতিনীর জ্বালা, সদা মুখ কালা, বিষ প্রায় হৈল জাল।।
সদা মনে দুখ, গৃহে নাহি সুখ, পড়শী হইল অরি।
কহিতে লাঘব, নাহিক বান্ধব, সতত এ দুখে মরি।।
সকল হারাই, পন্থ নাহি পাই, গুরু বিনু লক্ষ্য আর।
সেই পদ বিনে, ত্রিলোক ভুবনে, সেই বস্তু নাহি সার।।
কাতর কিঙ্করে, ডাকে বারে বারে, শাহ আলিরজা পায়।
সারেঙ্গির স্বরে, কান্দিয়ে নির্ভরে, হীন সর্ফতোল্লা গায়।।