ও বড় নিঠুর শ্যামরায়।
যার লাগি মোর মন সদা করে উচাটন
তারে নাকি এমতি যুয়ায়।।ধ্রু।।
পূরুব পিরীতি যত তাহা না কহিব কত
কহিলে কে যায় পরতীত।
এবে সে জানিল দড় পিরীতি বিষম বড়
অন্তরে আকুল কৈল চীত।।
শুনিয়া বাঁশীর গীত স্থির নহে মোর চীত।।
দুখের উপরে আরে দুখ।
চিতে পরবোধ দিয়া পাষাণে বান্ধিব হিয়া
আর না দেখিব চাঁদ-মুখ।।
পিরীতি এমতি রস যাহাতে সকলি বশ
পিরীতি পরশ-সমতুল।
যদুনাথ দাসে কয় পিরীতি এমতি হয়
পিরীতে মজিল জাতি-কুল।।