ও মন মনোরা এ সময় রয়েছ কার আশায় বইসে
ও তোর ও মইজে কামিনীর বশে।
ঐ দেখ বেলা গত হলো হৃদয় আকাশে,
ও ছাড়ো এ দেশের মায়া ধর বিদেশের কায়া।
অঙ্গের বসন কোপীন কর উপরে যাইয়া
ও সব মায়ার ‘খু’ হবে আপন বল কাহাকে
শমন আইসে করবে জারী বইসে বুকে
সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, ও মন হারাবি দেশে
লালন কেন্দে বলে, হায় ও দয়াল কি হবে আমায়
যে দিন দেহ-ঘুড্ডি উড়ে যাবে কালার প্রেমের বাতাসে।।