পন্থ ছাড় ঘরে যাই রে,নিলাজ কানাই। ধু মাথায় পসরা করি চলিছ গোপালের নারী কোথায় তোর ঘর বাড়ী ? মথুরাতে যাইতে চাহ, কিছু দান দিয়া যাহ, আনদানে ছাড়িতে না পারি।। হওম্ মুই গোপালের নারী, গোকুলেতে ঘর করি, মথুরাতে করি হাট ঘাট। চিরকাল এই পন্থে, না দেখিছি দান লৈতে, আজু কেনে নিরোধিছ বাট।। তুমি ত নন্দের সুত, […]
keyboard_arrow_right