পন্থ ছাড় ঘরে যাই রে,নিলাজ কানাই। ধু
মাথায় পসরা করি চলিছ গোপালের নারী কোথায় তোর ঘর বাড়ী ?
মথুরাতে যাইতে চাহ, কিছু দান দিয়া যাহ, আনদানে ছাড়িতে না পারি।।
হওম্‌ মুই গোপালের নারী, গোকুলেতে ঘর করি, মথুরাতে করি হাট ঘাট।
চিরকাল এই পন্থে, না দেখিছি দান লৈতে, আজু কেনে নিরোধিছ বাট।।
তুমি ত নন্দের সুত, কর্ম কর অদভূত, পন্থ মধ্যে কর বাটোয়ারি।
রাজা আছে কংসাসুর বড়াই করিব চুর, পাছে দোষ না দিও আমারি।।
হীন সেরচান্দের বাণী শুন রাধে ঠাকুরাণী ভজ গিয়া কানু গুণসার।।
তরিতে পাতকী লোক, না ভাবিও মনে দুখ, কানু বিনে গতি নাহি আর।।