• শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে
    শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে। দেখিয়া মোহিত হৈলুঁ আর না লয় মনে। ধু মেঘের বরুণ তনু চিকণিয়া কালা। বিজুলী চঞ্চলা দোলে নবগুঞ্জা মালা।। যে বোল বলহ বৃন্দা বোল দুরাচার। আপনে সদয় হইলে সেহ অলঙ্কার।। বন্ধুয়া আসিব করি পাতিয়াছি ফান্দ। মুখানি নিছিয়াফেলাম লাখকোটি চান্দ।। কেহবলে কালাকালা আমি বলি শ্যাম। আঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।। সৈয়দ […] keyboard_arrow_right
  • সই, এক বিনে মাওলা এক বিনে
    সই, এক বিনে মাওলা এক বিনে আর নাহি কোই। ধু আপে হরে আপে রাখে সখি, মাওলা আপে করে কেলি। আনন্দমোহন মাওলা খেলএ ধামালী।। আপেমন আপেতন আপেমন হরি। আপে কানু আপে রাধে আপে সে মুররি।। সৈয়দ মর্তুজা কহে সখি, মাওলা গোপতের চিন। পুরাণ পিরীতি খানি ভাবিলে নবীন।। keyboard_arrow_right
  • সইরে আমার কি করে পরাণে
    সইরে, আমার কি করে পরাণে। প্রাণি মোর হরি নিল কালার বাঁশী টানে।। যেচাহসি দিমুবাঁশী তোরযেই শ্রদ্ধা। বাঙ্গাপায় মিনতি করি বাঁশী না ডাকিয় রাধা।। সৈয়দ মর্তুজা কহে শুন মোর কথা। মন মোর মজি রৈল বাঁশী পূরে যথা। keyboard_arrow_right
  • সখি নাগর কানাই বিনে আর জীব না রে
    সখি নাগর কানাই বিনে আর জীব না রে। ধু প্রিয়া প্রিয়া করিয়া বালিস দিলুম কোড়ে। উলটি পলটি দেখি প্রিয়া নাই মোর ঘেরে।। কলসীতে জল নাই যমুনা বহু দূর। চলিতে না পারি আমি চরণে নেপুর।। ঘরে আছে গুরুজন তার না ডরাই। মনের ভরমে মুই কানুরে হারাই। কেহ বোলে কালাকালা কেহ বোলে শ্যাম। মুসলমান কলমা পড়ে হিন্দুবোলে […] keyboard_arrow_right
  • সজনিগো সই তুমি কি আমারে বোল
    সজনিগো সই তুমি কি আমারে বোল কালিয়া কানুর বাঁশী বোলে কত বোল। ধু দেখা নাহি শুনা নাহি নাহি পরিচয় অকারেণ কানাইর বাঁশী রাধার নাম লয়। চূড়ায় শিখণ্ডী পুষ্প জলধর কালা বয়ানে পূরল বাঁশী গলে মোহন মালা। শুনিতে বাশীর ধ্বনি পিকবর জিনি হেলায় হারাল মন কুলের কামিনী। সৈয়দ মর্তুজায় কহে শুন শুন রাধা। নাম ধরি ডাকে […] keyboard_arrow_right
  • সাম মোর বন্ধুআ নারে
    সাম মোর বন্ধুআ নারে। ধু পাখা এ চড়াইলু খির প্রাণি মোর নহে স্থির বিভোল দুগ্ধেতে দিলু পানি নারে। জেখনে পিরীতি কৈলা রাত্রিদিনে আইলা গেলা কারবোলে তুহ্মি নিষ্ঠুর হৈলা। জাহাতে মজিল মন কিবা হাড়ি কিবা ডোম জাউক জাতি রহুক পিরীতি। মুই কেনে জবুনা আইলুং পাই নিধি হারাইলুং হারাইলুং মুঞি রসের নাগর। সৈয়দ মর্তুজার বাণী সুন রাধে […] keyboard_arrow_right
  • সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান
    সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান। আড় নয়ন কোণে, হানিলে মদন বাণে জীউ ধরিয়া মোরে টান ।। ধু একে তোমার গোরা গা, না সহে ফুলের ঘা বায়ে হেলিছে সব অঙ্গ। দেখিয়া তোমার মুখ, অন্তরে বিদরে বুক কাম সাগরে উঠে তরঙ্গ।। তোমার যৌবনে আমি, ঝাঁপ দিব মনে জানি যদি কৃপা করহ আমারে। বুঝিয়া আপন কাজ, পার কর […] keyboard_arrow_right
  • সোনা বন্ধুর কি হৈল বেয়াধি
    সোনা বন্ধুর কি হৈল বেয়াধি । তাহার ঔষধ তোমরা কেহ জান যাদি।। ধু আমি তে অবলানারী কিছুত নাহি জানি। হৃদের অন্তরে আছে প্রেমের আগুনি।। ধন্বন্তরীর পাশে যাই চাহ জিজ্ঞাসিয়া। তারা নি পারিব বিষ নামাইতে ঝাড়িয়া। সৈয়দ মর্তুজা কহে শুনরে কামিনী তোমারে দংশিয়া আছে প্রেমের আগুনি।। keyboard_arrow_right
  • সোনা বন্ধুর এদেশে বসতি আর হবে না
    সোনা বন্ধুর এদেশে বসতি আর হবে না। ধু বন্ধু যাবে দূরদেশে মনে লাগে ধান্ধা। কোমরের কাটারি শ্যাম রাখিযাও বান্ধা।। বন্ধু যাবে দূরদেশে হৃদেতে আগুনি। হাতে দিয়া যাও মালা শ্যামের নিশানি।। বন্ধু যাবে দূরদেশে সঙ্গে নাহি কড়ি । দেশের বন্ধু দেশেগেলে আরনি আসিব ফিরি।। বন্ধু যাবে দূরদেশে সঙ্গে কিনা নিবে। দেশের শ্যাম দেশে যাবে ফিরি না […] keyboard_arrow_right
  • হেলায় হারাইলাম বনমালী পাইয়া স্বপনেরে নাথ
    হেলায় হারাইলাম বনমালী পাইয়া স্বপনেরে নাথ।। ধু শিঙ্গা বাজে বেণু বাজে আর বাজে করতালি। মথুরা নগরে বাজে আনন্দ ধামালী।। মথুরাঘাটে গেলাম হাতে স্বর্ণঝারি। ভরমে হারাইয়া আইলাম হাতে কুম্ভবারি।। সৈয়দ মর্তুজা কহে ওহে বনমালি। পালিয়া পুষিয়া যৌবন; কারে দিমু ডালি।। keyboard_arrow_right
  • 1
  • 5
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ