শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে। দেখিয়া মোহিত হৈলুঁ আর না লয় মনে। ধু
মেঘের বরুণ তনু চিকণিয়া কালা। বিজুলী চঞ্চলা দোলে নবগুঞ্জা মালা।।
যে বোল বলহ বৃন্দা বোল দুরাচার। আপনে সদয় হইলে সেহ অলঙ্কার।।
বন্ধুয়া আসিব করি পাতিয়াছি ফান্দ। মুখানি নিছিয়াফেলাম লাখকোটি চান্দ।।
কেহবলে কালাকালা আমি বলি শ্যাম। আঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।।
সৈয়দ মর্তুজা কহে এহ বার বার। মনুষ্য দুর্লভ জন্ম না হইব আর।।