• কেন আইলাম না রে রাধার কালাচান্দ
    কেন আইলাম না রে, রাধার কালাচান্দ। বাঁশীটী বাজাইয়া আমার, লইয়া যাও পরাণ।। তমালেরি ডালে বসি, সদায় বাজাও বাঁশী। শুনিয়া বাঁশীর রব, হইলাম উদাসী।। বাঁশীর সুর শুনিয়া আমি, বঞ্চিতে না পারি। ঘরের কোনে পিছের ধাইরে করি ঘুরাঘুরি।। কলঙ্কি হইয়া আছি, হইছে জানা জানি। ঘরে বাইরে, আরি পরিয়ে, করে কানাকানি।। মায়েবাপে গুষ্টিকুটুমে, মুখ আমার পুড়ে। তবু দেখ […] keyboard_arrow_right
  • গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন
    গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে। শ্রীকৃষ্ণ বলিয়া রাধা হায় হায় করিয়া কান্দে গো।। মধুপুরে গেল কানাইরে, কানাইয়ারে হইছে বহুদিন। এই চিন্তায় রাধে প্যারীর, তনু হইল ক্ষীণ গো।। (আর) চিন্তায় চিন্তায় রাধে গো হইছে মূর্চ্ছগত। উদ্দেশ করিতে নারে চলিতে নারে পন্থ গো।। (আর) প্রেমের প্রেমিক যেই জনা জানবে তার বেদনা। অ-প্রেমিকে জানবে […] keyboard_arrow_right
  • দয়া নি করিবায় মোরে রে ও বন্ধু দয়াল
    দয়া নি করিবায় মোরে রে ও বন্ধু দয়াল শ্যাম দয়া নি করিবায় মোরে। হাছন রাজায় বিনয় করি ডাকে হে তোমারে রে।। আমি ত বসিয়া আছি বন্ধে করব দয়া। অবশ্য মোর প্রাণের বন্ধে করিবেক মায়া রে।। মায়া দয়ার আশি হইয়া আছি আমি চাইয়া। মনের সাধ থাকি সদা দুই চরণ বেড়িয়া রে।। হাছন রাজায় বলে আমি চরণ […] keyboard_arrow_right
  • দয়াল কানাই দয়াল কানাই রে
    দয়াল কানাই ! দয়াল কানাই রে; পার করিয়া দেও কাঙ্গালীরে। ভবসিন্ধু পার হইবার পয়সা কড়ি নাই। দয়া করি পার করিয়া দেও বাড়ী চলি যাই।। অকুল সমুদ্রের পাড়ি, পার করে দেও তাড়াতাড়ি। সন্ধ্যা হইয়া আসিতেছে, মনে ভয় পাই।। দয়াল বলিয়ে নাম তোর, জানে সংসারে।। মুই অধমরে পার করিয়া দেও, চলি যাই ঘরে।। হাছন রাজার ব্যগ্র দেখে, […] keyboard_arrow_right
  • দেখলাম দেখলাম তোরে নুরি
    দেখলাম দেখলাম তোরে নুরি, আমি বলি নুরি নুরি হিন্দুয়ে বলে হরি। বিয়ানে দেখিয়া তোরে দিনে রাইতে ঝুরি। বলিয়া দে রে প্রাণের নুরি কেমনে তরে ধরি।। দেখিয়া তোমার রূপ স্থির হইতে না পারি। মত্ত হইয়া হাছনে বলে, কেমনে কি যে করি।। কেহ বলে লাগিল ছাটা ধৈল বুঝি পরী। হাছন রাজায় বলে ধরছে পিরীতের নাগরী।। keyboard_arrow_right
  • পড়িয়ে ভব দরিয়ায় (হায় হায়)
    পড়িয়ে ভব দরিয়ায় (হায় হায়) হাছন রাজায় কান্দে হায়। আমি যে পরাণে মরি মায়া কি না লাগে হরি। মইলাম মইলাম তছদ্দুক তোর, একবার আমার কোলে আয়।। হাছন রাজা মরিয়ে যায়, তবু বন্ধের পানে চায়। বন্ধের প্রেমে মত্ত হইয়ে, নাচিয়ে নাচিয়ে গান গায়।। আমি যে ডুবিয়ে মরি, বন্ধের আছে শতেক তরী। তল হইলাম তল হইলাম,তবু নাহি […] keyboard_arrow_right
  • পন্থ ছোড় যমুনাতে যাইরে সুন্দর কানাইরে
    পন্থ ছোড় যমুনাতে যাইরে, সুন্দর কানাইরে, কানাইরে ওরে কানাই। পন্থে পাইয়া পরের স্ত্রী, কর তুমি বলাজুরি। আজি রাধার কলঙ্ক রহিবেরে।। শ্বাশুড়ি ননদী বৈরী, সে জ্বালায় আমি মরি। আবার কাটা ঘায়ে, নুন লাগাও তুমি রে।। আমি তো অবলা নারী, হস্তে মোর রাখছ ধরি। রাজপন্থে কর ঘুরাঘুরিরে।। তুমি কর হুড়াহুড়ি, আমি সরমেতে মরি। লোকে দেখিয়া খলখলাইয়া হাসেরে।। […] keyboard_arrow_right
  • পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা
    পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা। হাছন রাজা পিরীত করিয়ে হইয়াছে ফানা। আরি পরি সকলেরই হইয়াছে জানা ! হাছন রাজার লাগিয়াছে শ্যাম পিরীতের টানা।। হাছন রাজায় শুনে না তোর কট্‌ মুল্লার মানা। বাজায় ঢোলক বাজায় তবল আর গায় গানা।। keyboard_arrow_right
  • বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম
    বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম, রাধার ঘরে করে কাম। কেহই বলে রাধার কানু, হাছন রাজায় বলে দিলারাম।। আন্ধাইর গুন্ধাইর হুড় হুড় করে, কেওরে নাহি সে যে ছাড়ে । প্রেমের উতালা হয়ে, লাগাইছে ধুমধাম।। প্রেমের বাতি জ্বালাইয়া, দেখ তারে নিরখিয়া। হৃদ মন্দিরে বিরাজ করে, হাছন রাজা ধরে নাম।। keyboard_arrow_right
  • মুনিব হইয়া কর তুমি চুরি ঠাকুরা চোরা
    মুনিব হইয়া কর তুমি চুরি, ঠাকুরা চোরা, ঠাকুরা চোরা রে মুনিব হইয়া কর চুমি চুরি। মন মোর কইলে চুরি, প্রাণ নিলে হরি। সহিতে না পারি মুনিব, তোমার চাতুরি।। মনে লয়ে ফাল্‌ দিয়া গিয়া, আঞ্জা করিয়া ধরি। তোমার প্রেমে মত্ত হইয়া বাড়ী বাড়ী ঘুরি।। যে অবধি দেখিয়াছি, তোমার রঙ্গ নুরি। আমার ঘরে আস্‌তে কেন কর জোরজুরি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ