বসন্ত আইল প্রাণের বৈরী, তোরা দেখলো সখিরে, বসন্ত আইল প্রাণের বৈরী। ধু আইল বসন্ত রিত, ফুল ফোটে সুললিত, মধুলোভে গুঞ্জরে ভ্রমরা। কামিনী পরশে ভানু, কামে অঙ্গ দহে তনু, বৃন্দাবনে ফুটিছে কমলা।। আইল শিশির-বৈরী, অঘোর গম্ভীর করি, নিশি দিশি নাহি মেলে আঁখি। দাদুরী কামদ গায়, ত্বরিতে নয়ন ধায়, শুনি কহে ব্রজ ভানুর সূতা।। অঘোর সাঁঝুয়া বেলা, […]
keyboard_arrow_right