প্রথম বৈশাখ, রাধার মনে শোক, দারুণি রবির জ্বালা। নূতন অবলা, আমা ছাড়ি গেলা, মথুরা নগরে কালা।। গোকুল নগরে, প্রতি ঘরে ঘরে, ফিরিব যোগিনী হৈআ। যে ঘরে পাইব, আপনা বন্ধুআ, বান্ধিব (আনিব ?) বসন দিআ।। জ্যৈষ্ঠ মাসেতে, রাধার ব্রজেতে, চাতকী সুনাদ করে (বোলে ?)। পাইয়া গোপিনী প্রভু শিরোমণি, রহিয়াছে কুতূহলে।। আষাঢ়ে বরিষা, জলে চরে হংসা, হংসিনী […]
keyboard_arrow_right