• প্রথম বৈশাখ রাধার মনে শোক দারুণি রবির জ্বালা
    প্রথম বৈশাখ, রাধার মনে শোক, দারুণি রবির জ্বালা। নূতন অবলা, আমা ছাড়ি গেলা, মথুরা নগরে কালা।। গোকুল নগরে, প্রতি ঘরে ঘরে, ফিরিব যোগিনী হৈআ। যে ঘরে পাইব, আপনা বন্ধুআ, বান্ধিব (আনিব ?) বসন দিআ।। জ্যৈষ্ঠ মাসেতে, রাধার ব্রজেতে, চাতকী সুনাদ করে (বোলে ?)। পাইয়া গোপিনী প্রভু শিরোমণি, রহিয়াছে কুতূহলে।। আষাঢ়ে বরিষা, জলে চরে হংসা, হংসিনী […] keyboard_arrow_right
  • ফুলের মালা গলেরে চাম্পার মালা দোলে
    ফুলের মালা গলেরে চাম্পার মালা দোলে। রূপ যৌবনহরি নিল মালতীর মালে।।ধু সুক্ষেণে গাঁথিয়াছে মালা মাঝে মাঝে ফুল। ফুলের মালা গলে দিয়া নিল জাতিকুল।। শেফালি ফুলের মাঝে গন্ধরাজ ফুল। ফুলের মহিমা জানে নন্দের ঠাকুর।। হীনহাসিমেবোলে ফুলের মালা গলে দোলে। রূপ যৌবন হরি নিল মালতীর মালে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ