• গউর চান্দ আমার
    গউর চান্দ আমার ! ধু তোমার লাগি আমি ঘরের বার। তোমারে না দেখি আমার দেহা জ্বলি যায়।। হায়স খামসার মুখে লাগাম দিলায় না। দেহার মাঝে কালাচান্দ তারে চিন না।। কালা ধলা লীলা চান্দ তীরিপূন্নীর ঘাট খেলা। যৌবনতীরে ফাকি দিয়া রূপ দেখাই গেলা।। দিয়া চান্দ ফাকি আমারে গেলা জলের ঘাট রাখি। না দেখি তোমার রূপ উড়ে […] keyboard_arrow_right
  • শ্যাম চান্দ কালা
    শ্যাম চান্দ কালা । ধু আমারে দিয়া জ্বালা আমারে অকুলে ভাসাইয়া চান্দ কারঘরে গেলা।। আব আতস খাক বাদ লাগি আরসে আল্লার দিদার দেখি পিঞ্জিরা ছাড়ে চুয়া খরিদ কর পাখী।। চার আরওয়ায় পায় চার রুহু চায় চার নফছের দায়। ত্রিশ অক্ষর বাইশ নক্তা এক রবি-বার শশি এ তনে লাগায়।। এ যোগে প্রেম জুড়িয় আগ পিছ দেখি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ