শ্যাম চান্দ কালা । ধু
আমারে দিয়া জ্বালা আমারে অকুলে ভাসাইয়া চান্দ কারঘরে গেলা।।
আব আতস খাক বাদ লাগি আরসে আল্লার দিদার দেখি পিঞ্জিরা ছাড়ে চুয়া খরিদ কর পাখী।।
চার আরওয়ায় পায় চার রুহু চায় চার নফছের দায়।
ত্রিশ অক্ষর বাইশ নক্তা এক রবি-বার শশি এ তনে লাগায়।।
এ যোগে প্রেম জুড়িয় আগ পিছ দেখি। আগে কথা কইয়া পিছে দিব ফাকি।।
হুছন বলে আজল ফান্দ চক্ষে না দেখি। বাঘ গরু ধরিখায়না আজল থাকে বাকী।।