• ওরে কোকিল তুই ডাকছ
    ওরে কোকিল তুই ডাকছ কি কারণে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কোকিলারে তোর ডাক শুনে।। কুহু কুহু কুহু স্বরে এত রাত্রের পরেরে। কেন ডাক ধীরে ধীরে মানে না কোমল প্রাণে।। কোকিল তরে করি মানা, কুহু স্বরে আর ডাকিছ না রে। প্রাণে আর ধৈর্য মানে না ছাই দিব কুলমানে।। বন্ধু হারা যে অবধি, আমার হয়েছে দারুণ ব্যাধি […] keyboard_arrow_right
  • ফুল তুলে কেন শয্যা সাজাইলাম
    ফুল তুলে কেন শয্যা সাজাইলাম।। এল না মোর প্রাণবন্ধু সখী গো লজ্জা পাইলাম।। আসবে বলে মনচোরা, দূর করিয়া চক্ষের নিদ্রা গো। হয়ে পাগলিনীর ধারা সারা নিশি জেগে রইলাম।। আসবে বলে না আসিল, সুখের নিশি প্রভাত হইল গো। কার কুঞ্জে ভুলিয়া রইল নিদয় নিষ্ঠুর শ্যাম।। মজিয়া নিষ্ঠুরের প্রেমে, আমার কলঙ্ক নাম ব্রজধামে গো। কয় বাউল আবদুল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ