ফুল তুলে কেন শয্যা সাজাইলাম।। এল না মোর প্রাণবন্ধু সখী গো লজ্জা পাইলাম।। আসবে বলে মনচোরা, দূর করিয়া চক্ষের নিদ্রা গো। হয়ে পাগলিনীর ধারা সারা নিশি জেগে রইলাম।। আসবে বলে না আসিল, সুখের নিশি প্রভাত হইল গো। কার কুঞ্জে ভুলিয়া রইল নিদয় নিষ্ঠুর শ্যাম।। মজিয়া নিষ্ঠুরের প্রেমে, আমার কলঙ্ক নাম ব্রজধামে গো। কয় বাউল আবদুল […]
keyboard_arrow_right