ওরে কোকিল তুই ডাকছ কি কারণে।
প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কোকিলারে তোর ডাক শুনে।।
কুহু কুহু কুহু স্বরে এত রাত্রের পরেরে।
কেন ডাক ধীরে ধীরে মানে না কোমল প্রাণে।।
কোকিল তরে করি মানা, কুহু স্বরে আর ডাকিছ না রে।
প্রাণে আর ধৈর্য মানে না ছাই দিব কুলমানে।।
বন্ধু হারা যে অবধি, আমার হয়েছে দারুণ ব্যাধি রে।
আমার শাশুড়ী ননদী বাদী, বসে কাঁদি ঘরের কোণে।।
আবদুল করিম কয় কাঁদিয়া, আসত যদি শ্যাম কালিয়া রে।
কইতাম আমি পায়ে ধরিয়া যত দুঃখ আমার মনে।।