রহ রহ সখি ভাল কোরে দেখি আঁখি না পিছলে মোর। এ যে নাগর গুণের সাগর বয়সে নব কিশোর।। আলো সই কিবা সে দেখাইলে মোরে। এই যে আকৃতি পিরীতি মূরতি আন নাহি চাহি তোরে।।ধ্রু।। দেখায়া সুন্দরী করিলে বাউরী না দেখিলে প্রাণে মরি। হিয়াপর ধর জুড়াক অন্তর কহিছে ধরণী ধরি।। লোচন যুগল লোরেতে ভরল মূরছিত তহি ভোরে। […]
keyboard_arrow_right