• কিয়ে হাম পেখলুঁ কনক পুতলিয়া
    কিয়ে হাম পেখলুঁ কনক পুতলিয়া। শচীর আঙ্গিনায় নাচে ধূলি ধূসরিয়া।। চৌদিকে দিগম্বর বালক বেড়িয়া। তার মাঝে গোরা নাচে হরি হরি বলিয়া।। রাতুল কমল পদে ধায় দিনমণিয়া। জননী শুনয়ে ভাল নূপুর সুধ্বনিয়া।। বাসুদেব ঘোষ কহে শিশুরস জানিয়া। ধন্য নদীয়ার লোক নবদ্বীপ ধনিয়া।। keyboard_arrow_right
  • পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়
    পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়। চাঁদ হেরি গোরাচাঁদের হরিষ হৃদয়।। চাঁদ দে মা বলি শিশু কাঁদে উভরায়। হাত তুলি শচী ডাকে আয় চাঁদ আয়। না আসে নিঠুর চাঁদ নিমাই ব্যাকুল। কাঁদিয়া ধূলায় পড়ে হাতে ছিঁড়ে চুল।। রাধাকৃষ্ণচিত্র এত মিশ্রগৃহে ছিল। পুত্র শান্তাইতে শচী তাহা হাতে দিল।। চিত্র পাঞা গোরাচাঁদের মনে বড় সুখ। বাসু কহে পটে […] keyboard_arrow_right
  • মায়ের অঙ্গুল ধরি শিশু গৌরহরি
    মায়ের অঙ্গুল ধরি শিশু গৌরহরি। হাঁটি হাঁটি পায় পায় যায় গুড়িগুড়ি।। টানি লৈঞা মার হাত চলে ক্ষণে জোরে। পদ আধ যাইতে ঠেকাড় করি পড়ে।। শচীমাতা কোলে লৈতে যায় ধুলি ঝাড়ি। আখটি করিয়া গোরা ভূমে দেয় গড়ি।। আহা আহা বলি মাতা মুছায় অঞ্চলে। কোলে করি চুমা দেয় বদন কমলে।। বাসু কহে এ ছাবাল ধূলায় লোটাবা। স্নেহভরে […] keyboard_arrow_right
  • শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়
    শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়। হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়।। বয়নে বসন দিয়া বলে লুকাইনু। শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু।। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে। নাচিয়া নাচিয়া যায় খঞ্জনগমনে।। বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা। শিশুরূপ দেখি হয় জগমন লোভা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ