পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়। চাঁদ হেরি গোরাচাঁদের হরিষ হৃদয়।। চাঁদ দে মা বলি শিশু কাঁদে উভরায়। হাত তুলি শচী ডাকে আয় চাঁদ আয়। না আসে নিঠুর চাঁদ নিমাই ব্যাকুল। কাঁদিয়া ধূলায় পড়ে হাতে ছিঁড়ে চুল।। রাধাকৃষ্ণচিত্র এত মিশ্রগৃহে ছিল। পুত্র শান্তাইতে শচী তাহা হাতে দিল।। চিত্র পাঞা গোরাচাঁদের মনে বড় সুখ। বাসু কহে পটে […]
keyboard_arrow_right