পহু মোর নিত্যানন্দ রায়। মথিয়া সকল তন্ত্র হরি-নাম মহামন্ত্র করে ধরি জীবেরে বুঝায়।।ধ্রু।। চৈতন্য-অগ্রজ নাম ত্রিভুবন-অনুপাম সুরধুনী-তীরে করি থানা। হাট করি পরবন্ধ রাজা হৈলা নিত্যানন্দ পাষণ্ডী-দলন বীর-বানা।। রামাই সুপাত্র হৈলা রাজ-আজ্ঞা চালাইলা কোতোয়াল হৈলা হরিদাস। কৃষ্ণদাস হৈলা দাড়্যা কেহো যাইতে নারে ভাঁড়্যা লিখন পড়ন শ্রীনিবাস।। পসরিয়া বিশ্বম্ভর আর প্রিয় গদাধর আচার্য্য-চত্বরে বিকিকিনি। গৌরীদাস হাসি হাসি […]
keyboard_arrow_right