ধরণী-শয়নে ঝরয়ে নয়নে
সঘনে কাঁপয়ে অঙ্গ।
চম্পক-বরণ আতপে মলিন
হৃদয় দহ অনঙ্গ।।
কিছু করুণা করহ কানাই।
তোহারি কটাখ- শরে জর জর
অতি ক্ষীণ-তনু রাই।।
এ দিন যামিনী জাগিয়া কামিনী
জপিছে তোহারি নাম।
না জানিয়ে কিয়ে বেয়াধি হইল
শ্বাস বহে অবিরাম।।
সব সখীগণ করয়ে রোদন
কারণ কিছু না জানি ।
গৌরীদাস বিধি রচে মহৌষধি
দেবের আবেশ মানি।।