ধিক ধিক তোরে নিলজ শ্যাম
শুনহ বচন মোর।
দেহের বরণ মনের গঠন
ইবে সে জানিলাম তোর।।
যে রাধা বিহনে নয়নে সপনে
বদনে না বোল আন।
যাহার চরিত্র পদাবলি করি
বাঁশীতে করিতে গান।।
ও মুখ-কমলে যাহারে থুইলে
শ্যাম-সোহাগিনী নাম।
পীত-বাস গলে যার পদ-তলে
আপনি লোটাত্যে শ্যাম।।
হিয়ায় রাখিতে বেশ বনাইতে
কেশ আঁচড়িয়া দিতে।
তিল-এক আধ যারে না দেখিলে
পরাণে মরিয়া যাত্যে।।
সে সাধের ধনি রমণীর মণি
এখন হইল পর।
কুবুজার সনে মনের আগুনে
বান্ধ্যাছ রসের ঘর।।
এখন সে ধনী দিবস-রজনী
জ্বলিছে বিরহ-আগী।
ধনঞ্জয় বোলে অবলা মরিলে
হইবে বধের ভাগী।।