দেখ দেখ ঝুলত গৌর কিশোর। সুরধুনীতীর গদাধর সঙ্গহি চাঁদনী রজনি উজোর।। শাঙন মাস গগনে ঘন গরজন ললপিত দামিনি মাল। বরিখত বারি পবন মৃদু মন্দহি গঙ্গাতরঙ্গ বিশাল।। বিবিধ সুরঙ্গ রচিত তহিঁ দোলন খচিত বিবিধ ফুলদাম। বটতরুডালে ডোর করি বন্ধন মালতিগুচ্ছ সুঠাম।। বৈঠল গৌর বামে প্রিয় গদাধর ঝুলন রঙ্গরসে ভাস। সহচর মেলি ঝুলায়ত মৃদু মৃদু দোলা ধরি […]
keyboard_arrow_right