চৈতন্য কলপতরু অদ্বৈত যে শাখা গুরু
কীর্ত্তন কুসুম পরকাশ।
ভকত ভ্রমরগণ মধুলোভে অনুক্ষণ
হরি বলি ফিরে চারি পাশ।।
গদাধর মহাপাত্র শীতল অভয়-ছত্র
গোলোক অধিক সুখ তায়।
তিন-যুগে জীব যত প্রেম বিনু তাপিত
তার তলে বসিয়া জুড়ায়।।
নিত্যানন্দনাম ফল প্রেমরস ঢল ঢল
খাইতে অধিক লাগে মীঠ।
শ্রীশুকদেবের মনে মহিমা ফলের জানে
এ উদ্ধব দাস তার কীট।।