চৈতন্য নিতাই আরে দোন ভাই নাচে রে।
খোল করতাল পঞ্চম রসাল
তা থৈয়া তা থৈয়া বাজে রে।।
সোনার কমল করে টলমল
প্রেম-সিন্ধুর মাঝে রে।
উত্তম অধম দীনহীন জন
এ ঢেউ সভারে বাজে রে।।
সাত সম্প্রদায় অতি উভরায়
জগন্নাথ আগে গায় রে।
সভায় দেখিছে সর্ব্বত্র নাচিছে
এককালে গোরারায় রে।।
অপূর্ব্ব ঐশ্বর্য্য অপূর্ব্ব মাধুর্য্য
প্রকটিত এ লীলায় রে।
যদুনাথ দাসে প্রেমানন্দে ভাসে
পহুঁ কৃপালব চায় রে।।