• তবে সে হইল শ্রীদাম সুদাম
    তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোক-কৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত প্রধান রাম।। কিঙ্কিণী-ঝঙ্কার অতি মনোহর ধরল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতিঃ নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়া সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব অনুজ তলে আরোপিত […] keyboard_arrow_right
  • তাহে অপরূপ কৃষ্ণ অবতার
    তাহে অপরূপ কৃষ্ণ অবতার হইল সুবল সখা। অতি অনুপম যেন নবঘন জলদ সমান দেখা।। যেমত অঞ্জন ললিত রঞ্জন কিবা অতসীর ফুল। যেন কুবলয় দল সরোরূহ যেমত কানড় ফুল।। কোনরূপ হেন যেন নিরুপম দেখিয়াছে বহুরূপ। বিবিধ বন্ধান করিয়া সন্ধান গড়ল রসের কূপ।। চরণ যেমত যাবক নিন্দিয়া হিঙ্গুল দলিয়া যৈছে। তাহাতে অধিক বিম্বফল সম দেখিতে না পারে […] keyboard_arrow_right
  • থির বিজুরি বরণ গৌরী
    থির বিজুরি বরণ গৌরী পেখিনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে কবরী বাঁধে নব মল্লিকার মালে ।। সই মরম কহিয়ে তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করল মোরে।। ফুলের গেরুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ কমলে মল্লতোড়ল। সুন্দর যাবক রেখা। কহে চণ্ডীদাস হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
  • দেখিয়া মূরতি রূপের আকৃতি
    দেখিয়া মূরতি রূপের আকৃতি মরমে লাগিল তাই। যেই সে দেখিল তখন হইতে কিছু না সম্বিত পাই।। ধবলী লইয়া আইনু চলিয়া শুনত সুবল সখা। সেই নবরামা আর পুনবেরি কখন হইবে দেখা।। কহিল মরম তেমার গোচরে শুন হে সুবল তুমি। মরম বেদন জানে কোন জন বিকল হইল আমি।। সেই কথা মোর মনে পড়ি গেল কহিব কাহার আগে। […] keyboard_arrow_right
  • ধরি অনুপম বাজিকর যেন
    ধরি অনুপম বাজিকর যেন খেলায় কতেক তানে। সুবল ত্রিবিট এপিচ মদন মধু-মঙ্গলের সনে।। কহে বিদূষক ”শুনহে সুবল নানা বস্ত্র লেহ সঙ্গে। তবে সে খেলিব নানা মত খেলা গাহিব নাচিব রঙ্গে।।” নানা যন্ত্র নিলা নানা সে প্রতিমা কাঠের পুতলি লৈয়া। আর যত নিল মধুর মধুর বাদিয়া বাদির ছায়া।। নানা বেশ ধরি যেন বাজিকর নাচায় পুতলি কায়া। […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরি
    নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়ে গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল।। সই, জনমিয়ে দেখি নাই হে নারী। রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহন গলে সে মোতিম হারি।। অঙ্গের বসন ঘুচায়ে কখন সঘনে ঝাঁপয়ে তাই।। মনে সহিতে মরম কৌতুকে সখীর কাছেতে যাই। হাসির চাহনি দেখালে কামিনী পরাণ হারানু ভাই।। চলন ভঙ্গিম অতি সুরঙ্গিম চাপটিলে […] keyboard_arrow_right
  • পথের মাঝারে আছেন সুবল
    পথের মাঝারে আছেন সুবল হেনই সময়ে রাই। সহচরী সনে তুরিতে মিলল যমুনা সিনানে যাই।। কহেন সুবল অপরূপ আছে স্থল জল সেই দিগে। যে রূপ ছায়াতে দেখিয়ে মূর্চ্ছিত সহজ মূরতি আগে।। এ পথে গমন না কর বিলম্ব আগে দেখ নটরায়। হংসগমনী রাজার নন্দিনী প্রবেশ করল তায়।। সহচরী রহে পথের মাঝারে সুবল সঙ্গেতে তথা। দেখিতে নাগরে নাগরীর […] keyboard_arrow_right
  • পুনঃ বলরাম রোহিণী-নন্দন
    পুনঃ বলরাম রোহিণী-নন্দন ধরিল ধবল কায়া। হল কাঁধে করি আনন্দে মগন করিল বাজির ছায়া।। পুনঃ তা তেজিয়া বৌদ্ধ অবতার হইল মূরতি তিন। জগন্নাথ আর ভগ্নী সহোদর সুভদ্রা তাহাতে চিহ্ন।। বলরাম পুনঃ হইলা তখন দেখি বৃকভানু রাজে। দেখিয়া মূরতি পরম পিরিতি পাওল সে সভামাঝে।। পুনঃ তা তেজিয়া কল্কী অবতার ধরেন মূরতি কায়া। অশ্বের উপরে ধরি দুইকরে […] keyboard_arrow_right
  • পুন সে ধরিল অতি মনোহর
    পুন সে ধরিল অতি মনোহর এ নব মূরতি বেশ। পরিধান নীল বসন ভূষণ অতি সে চাঁচর কেশ।। নব সে নলিন ভুবনমোহন চিত্রের পুতলি যৈছে। কনক মঞ্জীর সুচারু গঠন বেকত দেখিল তৈছে।। সোণার প্রতিমা বিজুরি উজর নয়ান ভঙ্গিমা তায়। কনক কটোরি বদরী সমান দেখি মন মূরছায়।। নীল শাড়ী তাহে ওড়নী ভঙ্গিমা চাহনি কটাক্ষ বাঁকে। মদন কম্পিত […] keyboard_arrow_right
  • বদন সুন্দর যেন শশধর
    বদন সুন্দর যেন শশধর উদিত গগনে হয়। ছটার ঝলকে পরাণ চমকে তিমির পাইল ভয়।। নয়ান চাহনি বিষের ধায়নি তিখিন তিখিন শর। দেখিয়া অন্তর উপজিল জ্বর মদন পাইল ডর।। সই, কে বলে কুচযুগ বেল। সোনার গুলি শোভিছে ভালি যুবক বধিবার শেল।। আজানু লম্বিত করিবর শুণ্ডিত কনক ভুজ যে সাজে। হেরিয়া মদন গেল সে সদন মুখ না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ