নৃসিংহ অবতারের প্রথম প্রয়োজনটা কিন্তু ‘পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম্’—এই প্রতিজ্ঞাত ঐশ্বরিকতার মধ্যেই ধরা আছে। তার জন্য এক অসম্ভব সুন্দর এক কাহিনিও তৈরি হয়েছে। দৈত্য হরিণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চাওয়ার সময়েই বুঝে গিয়েছিলেন যে, তিনি অমরত্বের বর পাবেননা। অতএব তিনি অদ্ভুত একটা বর চেয়ে বলেছিলেন—দেবতা-দানব-মানব কেউ যেন আমাকে মারতে না পারে। আমি বাইরেও মরব না, ঘরের মধ্যেও মরব না, দিনেও...
বিশদ...