• মাধব কি কহব তাহী
    মাধব কি কহব তাহী। তুঅ গুন লুবুধি-মুগুধ ভেলি রাহী।। মলিন বসন তনু চীরে। করতল কমল নয়ন ঢরু নীরে।। উর পর সামরী বেনী। কমলকোষ জনু কারি লগেনী।। কেও সখি পরিখয় শাসে। কেও নলনী দল করয় বতাসে।। কেও বোল আয়ল হরী। সসরি উঠলি চির নাম সুমরী।। বিদ্যাপতি কবি গাবে। বিরহ বেদন নিঅ সখি সমুঝাবে।। keyboard_arrow_right
  • মাধব হমর রটল দুর দেস
    মাধব হমর রটল দুর দেস। কেও ন কহে সখি কুসল সনেস।। জুগ জুগ জীবথু বসথু লাখ কোস। হমর অভাগ হুনক কোন দোস।। হমর করম ভেল বিহি বিপরীতি। তেজলহ্নি মাধব পুরুবিল প্রীতি।। হৃদয়ক বেদন বান সমান। আনক দুঃখ আন নহি জান।। ভনহিঁ বিদ্যাপতি কবি জয়রাম কি করত নাহ দৈব ভেল বাম।। keyboard_arrow_right
  • মানিনি আব উচিত নহিঁ মান
    মানিনি আব উচিত নহিঁ মান। এখনুক রঙ্গ এহন সন লগইছি জাগল পয় পচোবান।। জুড়ি রয়নি চকমক কর চানন এহন সময় নহিঁ আন। এহি অবসর পহু মিলন জেহন সুখ জকরহিঁ হোএ সে জান।। রভসি রভসি অলি বিলসি বিলসি করি জেকর অধর মধু পান। অপন অপন পহু সবহু জেমাওলি ভূখল তুঅ জজমান।। ত্রিবলি তরঙ্গ সিতাসিত সঙ্গম উরজ […] keyboard_arrow_right
  • মালতি মধু মধুকর কর পান
    মালতি মধু মধুকর কর পান। সুপুরুস জঞো হো গুন নিধান।। অবুঝ ন বুঝএ ভলাহু বোল মন্দ। ভেক ন পিবএ কুসুম মকরন্দ।। এ সখি কি কহব অপনুক দন্দ। সপনেহুঁ জনু হো কুপুরুস সঙ্গ।। দূরে পটাইঅ সীচীঅ নীত। সহজ ন তেজ করইলা তীত।। কতে জতনে উপজাইঅ গূন। কহল ন বুঝএ হৃদয়ক সূন।। মন্দা রতন ভেদ নহি জান। […] keyboard_arrow_right
  • মোহন মধুপুর বাস
    মোহন মধুপুর বাস। হে সখি, হমহুঁ জাএব তনি পাস।। রখলহ্নি কুবজাক নেহ। হে সখি, তেজলহ্নি হমরো সিনেহ।। কত দিন তাকব বাট। হে সখি, রটলা জমুনাক ঘাট।। ওতহি রহথু দৃঢ় ফেরি। হে সখি, দরসন দেখু এক বেরি।। ভনহি বিদ্যাপতি রূপ। হে সখি, মানুস জনম অনূপ।। keyboard_arrow_right
  • রসিকক সরবস নাগরি বানি
    রসিকক সরবস নাগরি বানি। ভল পরিহর ন আদরি আনি।। হৃদয়ক কপটী বচনে পিয়ার। অপনে রসে উকট কুসিয়ার।। আবে কি বোলব সখি বিসরল দেও। তুঅ রূপে লুবুধ মহী নহি কেও।। পএর পখাল রোসে নহি খাএ। অন্ধরা হাথ ভেটল হর জাএ।। তঞে জে কলামতি ও অবিবেক। ন পিব সরোজ অমিয় রস ভেক।। অকুলিন সয়ঁ জদি কএ সদভাব। […] keyboard_arrow_right
  • লুবধল নয়ন নিরলি রহু ঠাম
    লুবধল নয়ন নিরলি রহু ঠাম। ভরমহু কবহু লেব নহি নাম।। অপনে অপন করব অবধান। জঞো পরচারিঅ তঞো পরজান।। এরে নাগরি মন দএ সূন। জে রস জানত করব উ পূন।। জইঅও হৃদয় রহ মিলিএ সমাজ। অধিকেও বহবঞ বিভএ লাজ।। কঠে ঘটী অনুগত কেম। নাগর লখত হৃদয় গত প্রেম।। keyboard_arrow_right
  • সখি অবলম্বনে চলবি নিতম্বিনি
    সখি অবলম্বনে চলবি নিতম্বিনি থম্ভবি থম্ভ সমীপে। জব হরি করে ধরি কোর বইসাওব আঁচরে চোরায়বি দীপে।। সখি মান ন রহত উদাসে। সত সম্ভসে ন বচন পরগাসব জেহন কৃপন অসোয়াসে।। লহু লহু হসি হসি মুহু মুখ মোড়বি দসন দেখাওব হাসে। বদন আধ বিনু সাধ ন পূরব কুচ দরসাওব পাসে।। বহুবিধ আদরে পহুক কাতর লখি বৈমুখী বইসব […] keyboard_arrow_right
  • সখি হে কিলয় বুঝাএব কন্তে
    সখি হে কিলয় বুঝাএব কন্তে। জনিকা জন্ম হোইত হম গেলহুঁ ঐলেহুঁ তনিকর অন্তে।। জাহি লয় গেলহুঁ সে চল আএল তৈঁ তরু রহলি ছপাঈ। সে পুনি গেল তাহি হম আনলি তৈঁ হম পরম অন্যাঈ।। জৈতহিঁ নাল কমল হম তোরলি করয় চাহ অবশেখে। কোহ কোহাএল মধুকর ধায়ল তেঁহি অধর করু দঁশে।। লেলি ভরল কুম্ভ তৈঁ উর গাসলি […] keyboard_arrow_right
  • সপনে আএল সখি মঝু পিঅ পাসে
    সপনে আএল সখি মঝু পিঅ পাসে। তখনুক কি কহব হৃদয় হুলাসে।। ন দেখিঅ ধনুগুন ন দেখু সন্ধানে। চৌদিস পরএ কুসুম সর বানে।। বঙ্ক বিলোচন বিকসিত থোরা। চাঁদ উগল জনি সমুদ্র হিলোরা।। উঠলি চেহাএ আলিঙ্গন বেরী। রহলি লজাএ সূনি সেজ হেরী।। ভনই বিদ্যাপতি সুনহ সপনে। জত দেখলহ তত পূরতৌহ মনে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ