আগে জনমিলা নিতাইচান্দ।
পাতিলা অমিয়া করুণা ফান্দ।।
নারীগণ সভে দেখিতে যায়।
সভারে করুণানয়ানে চায়।।
দেখিয়া সে ঘরে আসিতে নারে।
রূপ হেরি তার নয়ান ঝুরে।।
দেখি সভে মনে বিচার করে।
এই কোন মহাপুরুষবরে।।
দেখিতে দেখিতে বাঢ়য়ে সাধ।
ঘরে আসিবারে পড়য়ে বাদ।
মনে করি ইহায় হিয়ায় ভরি।
নয়ানে কাজর করিয়া পরি।।
কত পুণ্য কৈল ইহার মাতা।
এ হেন বালক দিলা বিধাতা।।
এত কহি কারু নয়ান দিয়া।
আনন্দের ধারা পড়ে বাহিয়া।।
কারু স্তন বাহি দুগধ ঝরে।
কেহো যায় তারে করিতে কোরে।।
এ সব বিকার রমণীগণে।
শিবরাম আশা করয়ে মনে।।