আজু শিঙ্গারে ধনি রে চলু বালা।
যুবজন-হৃদয়ে কুসুম-শর-জ্বালা।।
হাসি দেখাওয়ে মুখ দশনক জ্যোতি।
পঙারক মাঝে গাঁথল গজ-মোতি।।
চাঁচর চিকুর উলটি উরে পড়ই।
জনু কনয়া-গিরি চামর ঢ়রই।।
চঞ্চল-কুটিল-দিঠে হেরই বাট।
বিকচ-কমলে জনু খঞ্জন-নাট।।
যৌবনমদে গতি মন্থর ভাতি।
জনু মত্ত কুঞ্জরগতি মদে মাতি।।
মিলল কুঞ্জে ধনি নাগর পাশ।
হেরত আনন্দে গোবিন্দদাস।।