কি কহব এ সখী কানুক চরিত।
যত যত বুঝাইয়ে না শুনয়ে রীত।।
তুয়া রূপে ভোরি জপয়ে তুয়া নাম।
তুয়া লাগি মাধব ছোড়ব প্রাণ।।
তুহুঁ ধনী উনমত ভাবে বিভোর।
নাহি জান কানুক নাহিক দুখ ওর।।
গুরু কুল গৌরব ভয়ে রহ ঘরে।
বসু রামানন্দ কি বলিবে তোরে।।