কেহ আউদঢ় কেশ নাহি বান্ধে
মথুরা পানেতে মন।
কেহ অচেতন পড়িয়া আছেন
তেজি আভরণগণ।।
কেহ সে ধূলায়ে অঙ্গ লোটাইয়া
আছয়ে মূর্চ্ছিত হয়া।
কেহ নব-রামা যেমন শুনল
বাঁশীর গানেতে ধেয়া।।
কোন নবরামা শ্যামরূপ হেরি
চলয়ে কদম্বতলে।
কোন নবরামা নব অভিসার
করয়ে মনের ছলে।।
এ সব প্রলাপ দেখি ঘন ঘন
গেয়ান নাহিক হয়।
ক্ষেণে অচেতন ক্ষেণে সচেতন
ক্ষেণেক ভ্রমিয়া কয়।।
কেহ বলে সখি পুন সে গোকুলে
গোবিন্দ আইল ফিরি।
এ কথা শ্রবণে পশিতে কাহার
উঠয়ে চেতন ধরি।।
স্বপন সমান নাহিক গেয়ান
ঐছন প্রলাপ হয়।
কান্দিতে কান্দিতে রাধা পাশে গিয়া
চণ্ডীদাস কিছু কয়।।