গউর চান্দ আমার ! ধু
তোমার লাগি আমি ঘরের বার।
তোমারে না দেখি আমার দেহা জ্বলি যায়।।
হায়স খামসার মুখে লাগাম দিলায় না।
দেহার মাঝে কালাচান্দ তারে চিন না।।
কালা ধলা লীলা চান্দ তীরিপূন্নীর ঘাট খেলা।
যৌবনতীরে ফাকি দিয়া রূপ দেখাই গেলা।।
দিয়া চান্দ ফাকি আমারে গেলা জলের ঘাট রাখি।
না দেখি তোমার রূপ উড়ে দেহার পাখী।।
সমুদুরের ফেনা হই রেনু হই ঘুরি ।
কতদিন ঘুরিমু চান্দ যৌবতীর যৌবন গেল ঝরি।।
হুছন বলে পীরিতি বিষম লেটা মিটে না নছিবের লেখা।
দয়ার চান্দে দয়া ধরি দিবনি মোরে দেখা।।