গঙ্গাতীর হতে শ্রীপাঠবাড়ীতে শ্রীশ্রীঠাকুর আনয়ন কালে কীর্ত্তন
গৌর আইলা বরাহনগরে

পানিহাটিগ্রাম ধন্য করে—গৌর আইলা বরাহনগরে

(মঠের সম্মুখে কীর্ত্তন)
গৌর আইলা বরাহনগরে

শ্রীভাগবতাচার্য্যের ঘরে—গৌর আইলা বরাহনগরে

(মঠের মধ্যে কীর্ত্তন)
গৌর ভাসে নয়ন-জলে

রঘুনাথে করি কোলে—গৌর ভাসে নয়ন-জলে

রঘুনাথ ভাসে নয়ন-জলে

রসরাজ-গৌর হৃদে ধরে—রঘুনাথ ভাসে নয়ন-জলে

সবাই বলে জয় গৌরহরি

রঘুনাথের ঘরে গৌর হেরি’—সবাই বলে জয় গৌরহরি

আইলা প্রাণের গৌরহরি

প্রভু নিতাই সঙ্গে করি’—আইলা প্রাণের গৌরহরি

আইলা রঘুনাথের ঘরে

নিতাই-গৌর যুগল হয়ে—আইলা রঘুনাথের ঘরে

সবাই দাও গড়াগড়ি

নিতাই-গৌর-যুগল –বদন হেরি—সবাই দাও গড়াগড়ি
নিতাই-গৌর হৃদে ধরি—সাবাই দাও গড়াগড়ি

‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ