নিভৃত নিকুঞ্জে শেজ বিছাইয়া
শুতিয়া আছিলুঁ একা।
উরে হেলা দিয়া সে বন্ধু কালিয়া
সপনে পাইলুঁ দেখা।।
সখি সুখের নাহিক ওর।
রসের আবেশে বান্ধি ভুজপাশে
যতনে লইলুঁ কোর।।ধ্রু।।
পীন পয়োধরে হিয়ার মাঝারে।
কনক ভূখণে থুল্য।
হাসিয়া হাসিয়া মধুর ভাষিয়া
বয়ানে বয়ান দিল।।
অঙ্গমোড়া দিতে বিধি জাগাইল
মনে না পূরল আশ।
সুখ দূরে গেল আনল হইল
পোড়ল গোপাল দাস।।