মলয়জ-লেপন মন্দ সমীরণ
কোকিল-অলিকুল-গানে।
উপনিত অতনু- বিকার লূকাওত
কত কত সে সব ভানে।।
হরি হরি বিষম কুসুম-শর-জ্বালা।
নব-অনুরাগ- ভার-ভরে সুন্দরি
দিনে দিনে দূবরি ভেলা।।ধ্রু।।
কারণ বিনু ঘন অম্বুকণাগণ
লোচনে বহে অনিবার।
নিভৃত নিকেতনে সব সখিগণ সনে
করতহি পিরীতি-বিথার।।
ঘন ঘন বাহির ঘন অভ্যন্তর
কহত ভরমময় ভাষ।
করতলে সঘন বদন অবলম্বন
ঘন ঘন দীঘ নিশাস।।
সুখময় শয়ন নয়নে নাহি হেরই
ধরণি-শয়নে ঘন সাধ।
কমল কহত ধনি নব-অনুরাগিণি
অতয়ে সে এত অবসাদ।।