শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা।
নিজালয়ে গেল গৃহকর্ম্মআকুলিতা।।
সুবদনী আসি কৈল মুখপ্রক্ষালন।
দন্তধাবন আদি কৈল সমাপন।।
নিজগৃহে সখী সঙ্গে হাস্য পরিহাসে।
কত কত উপজিল রস পরকাশ।।
এ যদুনন্দন কহে সখী সঙ্গে রাই।
রজনি রভস কথা কহয়ে তথাই।