(হরি) তোমার কাছে কি চাহিব, ভেবে কিছু দেখিনা,
অমূল রত্ন যা দিয়েছ, তাকে চিন্‌তে পারলেম্‌ না।
তুমি দয়াল দয়া করে, দৃষ্টি শক্তি দাও আমারে।
নাক দিলা সৌরভের তরে, সাধ লইতে দাও রসনা।
ইত্যাদি যা কর্‌লে দান, তুমি দয়াল দয়ার চান্দ,
এক শ্বাসের মুল্য প্রদান পৃথ্বী দিলে হবে না।
আকাশ, বাতাস, আগুন, জল বিবিধ ফসল আর কত ফল
আমার স্থান দাও মায়ের কোল করে তুমি করুণা।
এই সকল দান করে মোরে তুমি আছ কোথা কারে,
রেণু সাধ করে অন্তরে দেখতে তব বারাম খানা।