• (হরি) তোমার কাছে কি চাহিব
    (হরি) তোমার কাছে কি চাহিব, ভেবে কিছু দেখিনা, অমূল রত্ন যা দিয়েছ, তাকে চিন্‌তে পারলেম্‌ না। তুমি দয়াল দয়া করে, দৃষ্টি শক্তি দাও আমারে। নাক দিলা সৌরভের তরে, সাধ লইতে দাও রসনা। ইত্যাদি যা কর্‌লে দান, তুমি দয়াল দয়ার চান্দ, এক শ্বাসের মুল্য প্রদান পৃথ্বী দিলে হবে না। আকাশ, বাতাস, আগুন, জল বিবিধ ফসল আর […] keyboard_arrow_right
  • কই গেল প্রাণ বন্ধুয়া গো এ দাসীরে ত্যাগী
    কই গেল প্রাণ বন্ধুয়া গো এ দাসীরে ত্যাগী, দিবানিশি নয়ন ঝরে প্রাণবন্ধের লাগি। আমি রইলাম একা এই দেশে সে গিয়াছে পরবাসে করে বিরাগী, কোথা পাব আমি বন্ধের দুটো আঁখি ললিতে বিশাখা গো সখি কোথা গেল মনঃদুখী রাধা ঘাতকী। তোরা তালাস করে আন্ শীঘ্র গো নইলে কর শ্মশানে ভোগী। বাক্যরুদ্ধ হইল গো আমার, দৃষ্টিগোচর সব অন্ধকার […] keyboard_arrow_right
  • চেয়ে দেখ চতুর্দিকে আস্‌ছে অন্ধকার
    চেয়ে দেখ চতুর্দিকে আস্‌ছে অন্ধকার কাফ পিক পক্ষিগণে ছিল তাহার অন্বেষণে এখন যায় প্রত্যেকের স্থানে করিয়ে ঝঙ্কার। গোচারণে বাজাই বেণু গোঁটে চল্‌ছে নন্দের কানু, অস্তমিত হল ভানু চক্ষের অগোচর। যার যেই স্থান অধিকারে প্রত্যেকে যায় নিজ বাসরে কেহ নাহি আছে অবসরে ভুবন মাঝার। রেনু তুমি কর্মদোষে অবহেলায় আছ বসে অমাবস্যার রাত এসে করতেছে সংহার। keyboard_arrow_right
  • তুমি শ্যামেরে পেলেম না
    তুমি শ্যামেরে পেলেম না, তুমি আমায় ছেড়ে যেও না। অগ্নি শিখা মত রহে, সদা আমার মর্মে দহে, আমি কার কাছে বলিব দুঃখ, সে আমার মর্ম জানে না। তোমার কথা মনে হইলে, বুক ভেসে যায় নয়ন জলে, আমার মনের অগ্নি মনে জলে, জল দিলে আর নিভে না। যখন তোমায় ছাড়া হব, পাষাণেতে মুণ্ড দিব, জ্ঞান হস্তে […] keyboard_arrow_right
  • মন গহন কাননে বাজে মোহন বাঁশী
    মন, গহন কাননে বাজে মোহন বাঁশী। যে শুনে সেই বাঁশীর তান, হ’য়ে যায় উদাসী। তানেতে লহরী ধ্বনি, উদাস করে পরশ মণি, সদায় দিছে হাত ছানি,মথুরা উল্লাসী। প্রতি স্বরে সুধার ধারা, হাওয়ায় খেলে প্রেম ফোয়ারা, বৃন্দাবনে মাতোয়ারা, হস্তে মোহন বাঁশী। সে যে থাকে ঐ বাঁশীর পানে, পরশ দৃশ্যে হরষ মনে, ঘষিলে পরশের মনে, উদয় হয় সন্যাসী। […] keyboard_arrow_right
  • মাউলার নামে দিয়ে কাউলা কর ভজনা
    মাউলার নামে দিয়ে কাউলা কর ভজনা। দৃষ্টি পরদা কেটে তুমি কর সাধনা। অন্তরঙ্গে প্রেমতরঙ্গে, প্রেমে কর মনোরঙ্গ, দেখে লও বাঁকা ত্রিভঙ্গ ধরিয়ে আয়না। তরঙ্গে তুল লহরী তাতে তুমি হও সওয়ারী, বাঁকা শ্যাম বাজাও বাশরী, করে দিল্‌ ফানা। প্রেমে ডুবে রও আপনি ভাসিয়া উঠিবে যিনি অন্তর্যামী দয়াল তিনি, সে বিনে কেহ না । রেনুর মন কাউলা […] keyboard_arrow_right
  • যার লাগি কলঙ্কী হইলাম
    যার লাগি কলঙ্কী হইলাম, সে বন্ধুয়া রইল কই ? কোথায় যাব বল প্রাণ সই। বন্ধু আস্‌বে বলে চলে গেল, আমায় করে নিশান সই। বলে মোরে, প্রাণ প্রিয়া, প্রাণ পাখী নিল কাড়িয়া, কোথা গেল দুঃখ দিয়া, ডেকে মোরে সই। আমি কুল কলঙ্ক ত্যাগ করিয়া, তাহার আশায় পড়ে রই।। কুলে রাখিব কীর্তি, কালা আমার প্রেমের শক্তি, প্রেম […] keyboard_arrow_right
  • লুক্‌ দিয়ে লুক খেলারে মন
    লুক্‌ দিয়ে, লুক খেলারে মন লোকালোকে দিয়ে লুকি আঁধার পাশে আলোর রাশি, ভেসে উঠবে মেরে উঁকি। জ্ঞান চৈতন্য রেখে হুসে, ভক্তি বিশ্বাস এক পাশে, প্রেম লুকি দাও অনায়াসে, অধর নামে দিয়ে ঝুঁকি রঙ্গে খেল রঙ্গের খেলা, প্রেম রঙ্গেতে উলামেলা, লুকি দাও সেই কদমতলা, কালার বাঁশী দৃষ্টি রাখি। শুনাব বাঁশীর এক্ষণি তান, ইচ্ছায় আস্‌বে অধর চান্দ, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ